চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে জার্মানি-ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচ

প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৩ ১০:১৫ : পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের পর থেকেই ব্যস্ত সময় পার করছে ব্রাজিল। বিশ্বকাপের পর দেশটির সিনিয়র দল একাধিক প্রীতি ম্যাচে মাঠে নামে। অন্যদিকে, ব্রাজিলের যুবারা দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। পুরুষ দলের পাশপাশি মাঠে ব্যস্ত সময় পার করছে ব্রাজিলের মেয়েরাও। শক্তিশালী জার্মানির বিপক্ষে জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলন করছে ব্রাজিলের মেয়েরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।

 

 

জামার্নিকে হারানোর লক্ষ্যে দুইভাগে বিভক্ত হয়ে দলগত অনুশীলন করেছে ব্রাজিল। প্রথম ধাপে মধ্যভাগ এবং আক্রমণভাগের ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন করেন ব্রাজিল নারী দলের কোচ। দ্বিতীয় ধাপে দলের রক্ষণভাগের ফুটবলারদের অনুশীলন করানো হয়। অনুশীলনের শেষ পর্যায়ে একত্রে সকল ফুটবলারদের নিয়ে কাজ করেন কোচ পিয়া।

 

 

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সর্বশেষ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল ব্রাজিল। প্রথমবারের মতো আয়োজিত নারী ‘ফিনালিসিমায়’ ইংল্যান্ডের কাছে নিজেদের সর্বশেষ ম্যাচে পরাজিত হয় ব্রাজিল। ইংল্যান্ডের ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারায় ইংল্যান্ডের মেয়েরা।

Print Friendly and PDF