প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩ ১০:৪০ : পূর্বাহ্ণ
মালিক-শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে কুষ্টিয়ার সঙ্গে আজও খুলনা ও ফরিদপুর আঞ্চলিক বাস চলাচল বন্ধ রয়েছে। একই সাথে তাদের আল্টিমেটামের মেয়াদও শেষ হচ্ছে। আজকের মধ্যে দাবি মানা না হলে কাল থেকে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের পরিবহন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধেরও হুঁশিয়ারি দেয়া হয়।
এদিকে পরিবহন ধর্মঘটের ফলে দুই রূটের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। গতকাল শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে ছাড়েনি কোনো বাস।
শ্রমিকরা জানান, সড়ক ট্রিপ নিয়ে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে ফরিদপুরে ঝামেলা চলছিলো। এর জেরে গত ৫ এপ্রিল ঝিনাইদহের কালিগঞ্জে কুষ্টিয়ার গড়াই বাসের শ্রমিকদের মারধর করা হয়। এতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। দ্রুত বিষয়টি সমাধান না হলে সারা দেশের সঙ্গে বাস বন্ধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারিরা।
এদিকে চলমান সংকট নিরসনে শনিবার দুপুরে কুষ্টিয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জরুরি সভা ডাকেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বৈঠকের ফলপ্রসূ আলোচনা হলেও ঝিনাইদহ মালিক শ্রমিকদের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
সূত্র – চ্যানেল২৪