প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৩ ১:৫৬ : অপরাহ্ণ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কাস্টমার সার্ভিসে বিভাগে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: জেনারেল ব্যাংকিং/ কাস্টমার সার্ভিস অফিসার
পদের সংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ২ বছর জেনারেল ব্যাংকিং বা কাস্টমার সার্ভিস বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এমএস অফিসের কাজে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবনে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ এপ্রিল, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র – চ্যানেল২৪