আরও দর হারাল সয়াবিন
প্রকাশ: ৮ মার্চ, ২০২৩ ৩:৪৪ : অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে আরও দাম হারিয়েছে সয়াবিন। এ নিয়ে টানা ৩ কার্যদিবস তেলবীজটির দর কমলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
বুধবার (৮ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের মূল্য হ্রাস পেয়েছে। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৫ ডলার ১৩ সেন্টে। গত সোমবার যা ১৫ ডলার ১৫ সেন্ট।
খরায় আর্জেন্টিনায় সয়াবিনের উৎপাদন নিম্নমুখী হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আগামী মার্চের সরবরাহের অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। এছাড়া ব্রাজিলের পণ্যটির হালনাগাদ তথ্যে চাহিদা প্রবিবেদনে নজর রাখছেন তারা। এতে আর্জেন্টিনার ক্ষতি পোষানো যেতে পারে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আগের কার্যদিবসে (মঙ্গলবার) সিবিওটি সয়াবিন, সয়াঅয়েল, সয়ামিল ও ভুট্টার সরবরাহ চুক্তির নেট বিক্রেতা ছিল পণ্য সূচক তহবিল।
সূত্র – চ্যানেল২৪