প্রকাশ: ৬ মার্চ, ২০২৩ ১:০৮ : অপরাহ্ণ
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) রাজনৈতিক আন্দোলন করলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংস হলেও আমরা যেহেতু সরকারে আছি, আমাদের ব্যবস্থা নিতে হবে। বিএনপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া না তাদের লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।
সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না। যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আসুন আলোচনায় বসি।
সংলাপের সেই সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত সেই সম্ভাবনা দেখছি না। নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট নতুন নয়। এ ধরনের কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এ মুহূর্তে বলা যাবে না, কখন কী হয়। তবে নির্বাচন সামনে রেখে বর্তমান সংকট কেটে যাবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ’৭১ এর চেতনায় বিশ্বাস করে না। তারা একাত্তরের চেতনাবিরোধী। বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা। সুযোগ পেলে তারা এটি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আওয়ামী লীগ মাঠে না থাকলেই সন্ত্রাসী কার্যকলাপ করবে বিএনপি। তাই যতক্ষণ সরকার ক্ষমতায় আছে, জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের।