প্রকাশ: ৪ মার্চ, ২০২৩ ১০:২৩ : পূর্বাহ্ণ
চলতি মাসে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেস। আর এই দলে রয়েছে অনেকগুলো চমক। বাদ পড়েছেন অনেকেই, আবার ডাক পেয়েছেন তরুণ কিছু ফুটবলার।
র্যামন মেনেজেস সম্প্রতি অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জিতেছেন। শিরোপাজয়ী ব্রাজিলের সেই দলের পাঁচ খেলোয়াড়কে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে। এছাড়া আরও চার উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস। মোট নয়জন ফুটবলারকে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে রেখেছে এই ভারপ্রাপ্ত কোচ।
চলুন দেখে নেই ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড :
গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), উইভারটন (পালমেরাস)
ডিফেন্ডার: ইবানেজ (রোমা), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলাস (সেভিয়া), রেনান লোডি (নটিংহ্যাম)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)
ফরোয়ার্ড: এন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।
সূত্র – চ্যানেল২৪