প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৪ : অপরাহ্ণ
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সফরে আসা দেশটির প্রতিনিধি দল নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
পরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সহ জাদুঘর পরিদর্শন করে প্রতিনিধি দলটি। এ সময় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।