চট্টগ্রাম, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০২ : পূর্বাহ্ণ

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সান্তিয়াগো ক্যাফিয়েরো তার সঙ্গে ঢাকা সফরে আসা প্রতিনিধিদল নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সান্তিয়াগোর প্রতিনিধিদল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন, সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের একটি অডিও ক্লিপ শোনানো হয়।
এর আগে সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। এদিন বিকেলে তিনি ঢাকার বনানীতে পুনরায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন। ওইদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি ও ফুটবল নি‌য়ে আরেক‌টি চুক্তি হয়। দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টিনা।
সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF