চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: খাদ্যমন্ত্রী

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৩৩ : অপরাহ্ণ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে আগের মতো এখন আর মঙ্গা নেই। খাদ্যে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ।

সোমবার দুপুরে নওগাঁয় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের দেশে ভালো খাবার রয়েছে। কিন্তু সচেতনতার অভাবে ও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের ভেজাল খাবার খেতে হয়। তাই আমাদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয়ক মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF