চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৮ : পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ভূল্লী বাজার থেকে পেঁচাটিকে উদ্ধার করে ভূল্লী থানা পুলিশ।
জানা যায়, সকালের দিকে ভূল্লী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নদীর ধারে পেঁচাটিকে দেখতে পায় স্থানীয়রা। এসময় পাখিটি অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা পাখিটি ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে পেঁচা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান আতিক বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে পাখিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পাখিটি অসুস্থ ও উড়তে পাড়ছেনা। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পাখিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Print Friendly and PDF