চট্টগ্রাম, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

থেমে যাচ্ছে স্বর্ণের টানা উত্থান

প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫ ৫:০০ : অপরাহ্ণ

বিনিয়োগকারীরা লাভ তুলে নিচ্ছেন এবং যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। ফলে বিশ্ববাজারে স্বর্ণের টানা নয় সপ্তাহের উত্থান থামতে যাচ্ছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। আসন্ন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের আগে বাজারে সতর্ক মনোভাবও দেখা গেছে।

বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন
স্থানীয় সময় শুক্রবার সকালে স্পট গোল্ডের দাম ১.৫ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্সে ৪,০৬৩.৪৬ ডলার। সপ্তাহজুড়ে এটি এখন পর্যন্ত ৪.৩ শতাংশ পতন, যা ২০২৪ সালের নভেম্বরের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪,০৭৭.১০ ডলার।

তবু রেকর্ড উচ্চতায় বছরের পারফরম্যান্স
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। চলমান ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশাই এর মূল কারণ। গত সোমবার স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে ৪,০০০ ডলার অতিক্রম করে ৪,১৮১.২১ ডলারে পৌঁছায়, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।

‘উত্থান ছিল খুব দ্রুত’—বিশ্লেষক
সুইসকোট ব্যাংক গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, “গত কয়েক সপ্তাহে স্বর্ণের দামের উত্থান ছিল অত্যন্ত দ্রুত। বিনিয়োগকারীরা এখন মনে করছেন, যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কমতে পারে। ফলে অনেকেই লাভ তুলছেন বা স্বর্ণে বিনিয়োগ কিছুটা কমাচ্ছেন।”

ট্রাম্প–শি বৈঠকে আশাবাদ, নজর ইনফ্লেশন রিপোর্টে

হোয়াইট হাউস বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ খবর বাণিজ্য উত্তেজনা কমাবে—এমন আশায় বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ বেড়েছে।

বাজার এখন অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক প্রতিবেদনের জন্য, যা শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রকাশিত হবে। সেপ্টেম্বর মাসে শক্তিশালী ভোক্তা মূল্য বৃদ্ধির ইঙ্গিত আসার সম্ভাবনা রয়েছে।

সুদের হার কমলে স্বর্ণের জন্য ইতিবাচক
বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার ০.২৫ শতাংশ (২৫ বেসিস পয়েন্ট) কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এতে স্বর্ণে বিনিয়োগের সুযোগমূল্য হ্রাস পায়।

ট্রাডুর সিনিয়র বাজার বিশ্লেষক রাসেল শোর বলেন, “স্বল্পমেয়াদি সংশোধন দেখা গেলেও স্বর্ণের দীর্ঘমেয়াদি প্রবণতা এখনো ঊর্ধ্বমুখী, যা শক্তিশালী মৌলিক উপাদান দ্বারা সমর্থিত।”

Print Friendly and PDF