চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নন-ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন আগামী সপ্তাহেই অনুমোদনের প্রত্যাশা: সারজিস

প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫ ১০:৩১ : পূর্বাহ্ণ

নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত দাবি আগামী সপ্তাহেই অনুমোদন হবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সারজিস আলম এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি, জুলাই অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে। যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিলেন আমাদের চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা। সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি।

সারজিস আলম জানান, তাঁরা প্রধান উপদেষ্টাকে এই নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে, আগামী সপ্তাহে এটি তাঁর টেবিলে আসার সঙ্গে সঙ্গেই অনুমোদন করে দেবেন।

একই সঙ্গে এনসিপি প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-তে ৪৩তম বিসিএস-এর নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদগুলোতে দ্রুততম সময়ে সুপারিশ করার প্রস্তাব দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, যোগ্য মানুষদের সঙ্গে নৈতিকভাবে অন্যায় করা হয়।

উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন ব্যক্তি প্রথমবার শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর, পুনরায় পরীক্ষা দিয়ে অন্য ক্যাডারের প্রত্যাশা করলেও যখন আবার শিক্ষা ক্যাডার পান, তখন সিনিয়রিটির জন্য তিনি পূর্বের ক্যাডারেই থেকে যান। এতে নতুন করে পাওয়া পদটি খালি থাকে এবং তাঁর পরের যোগ্য প্রার্থী সেই পদটি থেকে বঞ্চিত হন। এই ধরনের জটিলতা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় দলটি।

ব্রিফিংয়ে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহও উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF