আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি আজ বুধবার (২২ অক্টোবর) এর মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত নয়। তিনি বলেন, ‘বর্তমানে মৌসুমি বায়ু (মনসুন) সমাপ্ত হয়ে যাওয়ায় সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ বিরাজ করছে।’
তিনি আরও জানান, নিম্নচাপ তৈরি হলে এটি কোন দিকে অগ্রসর হবে বা কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে আজকের মধ্যেই একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই জায়গায় অবস্থান করছে।