পোস্টে তিনি লিখেছেন, জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ১৮-৩৫ বছর বয়সী মোট ৮২৫০ জন যুব ও ৬০০ জন যুব নারীকে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।’
প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত জানতে তিনি পোস্টের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলো ঘেঁটে দেখা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানদো ও আগ্নেয়াস্ত্র।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম। যারা প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী তাদের শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি পাস হতে হবে। এ ছাড়া নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস দেওয়া হবে। সফলতার সঙ্গে যারা প্রশিক্ষণ শেষ করবেন, তাদের ৪ হাজার ২০০ টাকা প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট দেওয়া হবে।
কোন কেন্দ্রে কতজনকে প্রশিক্ষণ দেওয়া হবে?