চট্টগ্রাম, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৮৮৫০ তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার

প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫ ১:১৪ : অপরাহ্ণ

জাতীয় প্রতিরক্ষা জোরদারে আট হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ১৮-৩৫ বছর বয়সী মোট ৮২৫০ জন যুব ও ৬০০ জন যুব নারীকে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।’

প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত জানতে তিনি পোস্টের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলো ঘেঁটে দেখা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানদো ও আগ্নেয়াস্ত্র।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম। যারা প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী তাদের শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি পাস হতে হবে। এ ছাড়া নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস দেওয়া হবে। সফলতার সঙ্গে যারা প্রশিক্ষণ শেষ করবেন, তাদের ৪ হাজার ২০০ টাকা প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট দেওয়া হবে।
কোন কেন্দ্রে কতজনকে প্রশিক্ষণ দেওয়া হবে?

বিকেএসপির ঢাকা কেন্দ্রে ৬০০, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কক্সবাজারে দেওয়া হবে ২৯৭০ জনকে প্রশিক্ষণ। এছাড়া বিকেএসপি’র চট্টগ্রাম কেন্দ্রে ৬৪০, বিকেএসপির খুলনা কেন্দ্রে ১১২০ জন, বরিশাল কেন্দ্রে ১২০০ জন, সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১২০০ জন ও দিনাজপুর কেন্দ্রে ১১২০ জন। এর মধ্যে যুব নারীদের প্রশিক্ষণ হবে শুধু ঢাকা বিকেএসপিতে। অনলাইনে bkspds.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এই কার্যক্রমের আবেদন প্রক্রিয়া।

Print Friendly and PDF