চট্টগ্রাম, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়েটে দুইদিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব ”এনভিশন ২.০” অনুষ্ঠিত

প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫ ১২:৫৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এর  গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সংগঠন “আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (এএসসিই)” চুয়েট শাখার উদ্যোগে দুইদিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব “এনভিশন ২.০” অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর (শনিবার) ২০২৫ খ্রিঃ চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক ও এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর ফ্যাকাল্টি এডভাইজর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। এছাড়া আরও উপস্থিত ছিলেন এসিআই এর ফ্যাকাল্টি এডভাইজর অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, এসএমই এর মডারেটর জনাব মো: আমিনুল ইসলাম, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ সফিকুল ইসলাম (খোকা) এবং ইকুইটি এর প্রকৌশলী ও প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব মো: শাফকাতুল ইসলাম ও সমাপনী বক্তব্য রাখেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ শিমুল । অনুষ্ঠানে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফাহিম নুজহাত জাহিন ও মুহাতাসিম ফুয়াদ রিদয়। এতে স্পন্সর হিসেবে ছিলো ইকুইটি।

উল্লেখ্য, দুইদিনব্যাপী প্রতিযোগিতামূলক এই উৎসবে ছিলো বিভিন্ন প্রতিযোগিতা যেমন অটোক্যাড প্রতিযোগিতা (ক্যাডজিলা), কেইসকুয়েস্ট, রিসার্চ পেপার কম্পিটিশন, জি কোস্টার কম্পিটিশন, মেকানিক্স অলিম্পিয়াড, টেকসই সমস্যা সমাধান ও প্রেজেন্টেশন। চুয়েটের এএসসিই প্রতিবছরই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ওডিসি, এনভিশনসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ সমস্ত প্রতিযোগিতা তাদের দক্ষতা ও গবেষণার আগ্রহ বৃদ্ধি সহ অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Print Friendly and PDF