প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫ ১:১৮ : অপরাহ্ণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির প্রবন্ধগ্রন্থ ‘সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত ‘নোঙ্গর’ সাহিত্য আড্ডা শেষে বর্ণাঢ্য আয়োজনে এ মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক কবি ও অধ্যাপক ড. ফরিদুদ্দিন ফারুক, প্রবীণ সাংবাদিক ও অধ্যাপক চৌধুরী গোলাম রব্বানী, কবি, অধ্যাপক ও দৈনিক পূর্বদেশ-এর সাহিত্যসম্পাদক কমরুদ্দিন আহমদ, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিরুল ইসলাম, মাসিক দিন-দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, কবি ও অধ্যাপক মাইনুদ্দিন জাহেদ, কবি আরেফা সিদ্দিকা, নোঙ্গর সাহিত্যসম্পাদক আবু সাঈদ হান্নান, কবি সৈয়দ আহমদ শামীম, মোহাম্মদ ইসমাইল, বশির উল্লাহ সায়েম, প্রাবন্ধিক আরমানউজ্জামান, হানিফ মজুমদার, নাগরিক চোখ সম্পাদক মিজান মনির, কবি ও ব্যাংকার কফিল উদ্দিন দুলাল, কবি ও অধ্যাপক নিজাম উদ্দিন, আবু উবাইদা আরাফাত, কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সময়ের সংকট ও প্রেক্ষাপটে রচিত এই গ্রন্থটি সমসাময়িক রাষ্ট্রচিন্তার এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এতে গণঅভ্যুত্থানের বিভিন্ন মাত্রা, স্বৈরাচারী শাসনের নৃশংসতা, প্রতিবেশী দেশের অনধিকার হস্তক্ষেপ, নির্বাচন ও সংস্কার, রোহিঙ্গা ইস্যু, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অন্তরায়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র, জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশের পথরেখা- ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
‘সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা’ প্রকাশ করেছে ঢাকার খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশৈলী। এটি জসিম উদ্দিন মনছুরির তৃতীয় প্রবন্ধগ্রন্থ এবং দশম প্রকাশনা।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের রাষ্ট্র-সমাজচিন্তায় গ্রন্থটি সুদূরপ্রসারী ভূমিকা রাখবে এবং সময়ের অমূল্য দলিল হিসেবে কালোত্তীর্ণ হবে