প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫ ৩:১৫ : অপরাহ্ণ
চট্টগ্রাম ইপিজেড ও রাজধানীর শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক আগুনের ঘটনাগুলোকে ‘সন্দেহজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মির্জা গালিব।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আমরা যত নির্বাচনের দিকে আগাব, এ ধরনের ঘটনা তত বাড়তে থাকবে। ভারত আফগানিস্তানে নতুন করে জায়গা পেয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো পায়নি।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. গালিব বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র সফল হবে না, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগে। উভয় ঘটনায় দেশের রপ্তানি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উভয় ঘটনার তদন্ত চলছে