চট্টগ্রাম, রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘৩১ অক্টোবরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, নির্বাচন ফেব্রুয়ারিতেই’

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫ ২:২৬ : অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর আগামী ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রোববার (১৯ অক্টোবর) তিনি এ কথা বলেন।

তিনি জানিয়েছেন, এনসিপি কেবল সনদের বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট আইনি ভিত্তি চেয়েছে, যার রূপরেখা ৩১ অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশন সম্ভাব্য সুপারিশের মাধ্যমে প্রদান করবে। এনসিপি সরকারের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেনি বলে যে অভিযোগ উঠেছে, তাকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়েছেন রিজওয়ানা হাসান।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে এবং এর সাথে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই। রাজনৈতিক কারণে বিভিন্ন দল অনেক কথা বললেও, পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ়ভাবে নিশ্চিত করেন।

অন্যদিকে, দেশের পর্যটন খাতের জন্য সুখবর হলো, পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেন্টমার্টিন খুলে দেওয়া হচ্ছে। সেখানে পর্যটকরা রাত্রিযাপনও করতে পারবেন। তবে কত সংখ্যক পর্যটক সেন্টমার্টিন যেতে পারবে, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

Print Friendly and PDF