চট্টগ্রাম, রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজত আমিরের সঙ্গে দোয়া বিনিময় করেছেন জামায়াত সেক্রেটারি

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫ ১২:২৯ : অপরাহ্ণ

হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিতে নিহত শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানের পর তাদের দেখা হয়।

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান হয়।

5

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসুচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরন অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের সম্মানিত আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।

Print Friendly and PDF