চট্টগ্রাম, রোববার, ১৯ অক্টোবর ২০২৫ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫ ১২:৩৯ : অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে এখনো ধোঁয়া উড়ছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। এদিকে, বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

আমদানি কার্গো ভিলেজের গেট দিয়ে ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুর রহমান বলেন, `আগুন পুরোপুরি নিভে গেছে। আমাদের শুধু মাত্র র‍্যাম্পিং ডাউনের কাজ চলছে।’

তিনি বলেন, ‘ভেতরে সকল কিছু দেখা হচ্ছে- কোথাও আগুন ধরতে পারে কি না।’

অপরদিকে, গেটের সামনে ভীড় করেছেন কার্গো ভিলেজে কর্মরত-কর্মচারীরা। তারা বলছেন, ‘এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে আগুন এখনো আছে। আর পুরো আমদানি কার্গো পুড়ে ছাই হয়ে গেছে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, এখনো উদ্ধারকাজ চলছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়ান রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়।

 

Print Friendly and PDF