জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫ ১০:১৪ : পূর্বাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ডা. তাহের বলেন, ‘আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৫৪ বছরে জাতি বহুবার অপশাসন ও নানা অপকর্মের শিকার হয়েছে। আজ আমরা ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদে স্বাক্ষর করেছি। যদি সনদটি আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে আমরা আশা করি।’
তিনি আরও বলেন, ‘যারা আগামী দিনে দায়িত্বে আসবেন, তারা যেন এই সনদের দাবিগুলো হুবহু গ্রহণ করেন—এটাই আমাদের প্রত্যাশা।’
আইনি ভিত্তি দেওয়ার দাবি : জামায়াতের নায়েবে আমির জানান, দীর্ঘ আলোচনার পর যে সনদে স্বাক্ষর হয়েছে, সেটি সব পক্ষের সম্মতিতে হয়েছে। তবে এই সনদকে এখনো আইনি ভিত্তি দেওয়া হয়নি, যা অনেকের মনে প্রশ্ন তৈরি করছে।
তিনি বলেন, ‘আমাদের দাবি, অল্প সময়ের মধ্যে এই ঐকমত্যের সনদকে আইনগত স্বীকৃতি দিতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান জানিয়েছি এবং তার ওপর আস্থা রেখেছি। আশা করি, তিনি তার কথা রাখবেন এবং নতুন করে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি করবেন না।’
ডা. তাহের আরও বলেন, ‘সরকার যদি এ বিষয়ে বিলম্ব করে বা অন্য কোনো পথে যায়, তাহলে তা হবে জাতির সঙ্গে প্রতারণা। এতে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে।’