চট্টগ্রাম, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে সশস্ত্র দফদফি—বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫ ৮:১৯ : অপরাহ্ণ

ভোর ৪ থেকে ৫ ঘটিকার সময় জঙ্গল সলিমপুর—আলীনগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনী ও তাঁর ভাড়া করা বিভিন্ন প্রান্তের অস্ত্রধারী দোস্তদারদের নির্বিচারে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র দিয়ে ঘরবাড়ি তছনছ করার ঘটনায় এলাকাবাসী গভীর অনিশ্চয়তা ও আতঙ্কে রয়ে গেছে। ফজরের নামাজ আদায় করতে যাওয়া ধর্মপ্রাণ মানুষগুলোও ভোরে হতভম্ব হয়ে পড়েন এবং মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেওয়া হয়—“ডাকাত ঢুকেছে”। মাইকের আওয়াজে ঘুম থেকে স্থানীয়রা বের হয়ে এসে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে রোকন বাহিনীর অন্তত ১৫ জন সদস্যকে আটক করে। পরবর্তীতে তাঁকে সীতাকুন্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ১০নং সলিমপুর ইউনিয়ন রোকন উদ্দিন বাহিনীর জুলুম-নির্যাতনে অস্থির—চাঁদাবাজি, বাড়িঘরে আক্রমণ, ও সাধারণ মানুষের উপর নানান নির্যাতন ঘটাচ্ছে। “রোকন তার লোকজন নিয়ে এলাকায় বেপরোয়া ভাবে তান্ডব চালায়, মানুষের চলাচল নষ্ট করে, নিত্যদিনের জীবিকা কষ্টসাধ্য করেছে—সবাই এখন আতঙ্কে,”—এক নারী প্রতিবেশী কণ্ঠে কাঁপুনি ভরিয়ে বলেন।

আজ অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসী একত্র হয়ে তার বিরুদ্ধে দ্রুত এবং কঠোর বিচার দাবি করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মো: ইয়াছিন, আলীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে। তিনি বলেন, “সাধারণ মানুষ নিরাপদে ঘুমাতে চায়—রোকন উদ্দিন ও তাঁর দোসরদের ফাঁসিতে বা দ্রুত গ্রেফতারে আমরা সরকারের কাছে আশা রাখি। আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয়রা আরও দাবি করেন, রোকন বাহিনীর পুরোনো কর্মকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এ রকম অবান্তর আপরাধ আর সংঘটিত না হয়। যদিও ওই ঘটনায় এখন পর্যন্ত থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কউন্সর্থ (কথ্যভিত্তিক) বিবৃতি পাওয়া যায়নি; আটককৃত ব্যক্তিদের বিষয়ে জিজ্ঞাসার জন্য স্থানীয়রা থানায় যোগাযোগ করেছেন।

বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়া বড় সংখ্যক নারী, পুরুষ ও যুবকরা সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও রোকন উদ্দিনকে গ্রেফতারের দাবি জানান। এ দাবির সঙ্গে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও অনুরোধ তুলেন—নাহলে শান্তি ফেরানো যাবে না বলে তারা মত প্রকাশ করেন।

Print Friendly and PDF