চট্টগ্রাম, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আজ আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫ ১১:২৮ : পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলের আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অপর দিকে মঙ্গলবার দিবাগত রাতে আবহাওয়া অধিদপ্তর সারা দেশের জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে—চট্টগ্রাম বিভাগের দুই-একটি জায়গায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, অর্থাৎ উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Print Friendly and PDF