যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত বিশেষজ্ঞ গ্রেপ্তার
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫ ১১:৩২ : পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করা একজন প্রভাবশালী বিশেষজ্ঞ অ্যাশলে টেলিসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মার্কিন প্রশাসনের পরামর্শক হিসেবে কাজ করেছেন। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত গোপন নথি অবৈধভাবে রাখার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, তার বাসা থেকে এক হাজারেরও বেশি পৃষ্ঠার টপ সিক্রেট এবং সিক্রেট শ্রেণিভুক্ত নথি উদ্ধার করা হয়েছে।
৬৪ বছর বয়সী অ্যাশলে টেলিস সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে কাজ করেছেন। তিনি স্টেট ডিপার্টমেন্টের একজন অনারারি উপদেষ্টা ও প্রতিরক্ষা দপ্তরের ঠিকাদার হিসেবেও তালিকাভুক্ত ছিলেন বলে এফবিআই’র হলফনামায় উল্লেখ করা হয়েছে।
টেলিস বর্তমানে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো হিসেবে কর্মরত।
রাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা বরাত ইয়াহু নিউজ জানিয়েছে, গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
এফবিআইর হলফনামায় বলা হয়েছে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে টেলিস স্টেট ও ডিফেন্স ডিপার্টমেন্টের ভবনে প্রবেশ করে শ্রেণিবদ্ধ নথি দেখেন ও প্রিন্ট করেন। পরে তিনি একটি লেদার ব্যাগে করে নথিগুলো নিয়ে ভবন ত্যাগ করেন।
তার ভার্জিনিয়ার ভিয়েনার বাসায় তল্লাশি চালিয়ে এক হাজারেরও বেশি শ্রেণিবদ্ধ নথি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে টপ সিক্রেট ও সিক্রেট মার্কিংযুক্ত নথিপত্র।
হলফনামায় আরও দাবি করা হয়েছে, টেলিস গত কয়েক বছরে একাধিকবার চীনা সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে একটি রেস্তোরাঁয় নৈশভোজে অংশগ্রহণও ছিল। তিনি সেখানে একটি ম্যানিলা খাম নিয়ে পৌঁছান।
টেলিসের স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের কাজের সূত্রে তার কাছে টপ সিক্রেট ক্লিয়ারেন্স এবং সংবেদনশীল তথ্য দেখার অনুমতি ছিল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে টেলিসকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা ভোগ করতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি লিন্ডসে হালিগান বলেন, ‘দেশি কিংবা বিদেশি হোক, আমরা সব ধরনের হুমকি থেকে মার্কিন জনগণকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ মামলার অভিযোগগুলোর ধরন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।’
সূত্র: ইয়াহু নিউজ