প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫ ১১:৪৪ : পূর্বাহ্ণ
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি এরই মধ্যে তৃতীয় দিনে পৌঁছেছে। একই দাবিতে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করা হবে। দেশের প্রতিটি অঞ্চল থেকে শিক্ষক-কর্মচারীরা অংশ নিন। বিজয় আমাদের হবেই।
এর আগের দিন সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকার প্রজ্ঞাপন জারি না করায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।
শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করলেও সরকার এখনও কোনো সদুত্তর দেয়নি। ফলে তারা শ্রেণি কার্যক্রম থেকে বিরত থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শতাধিক শিক্ষক। তাদের ভাষ্য, যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না। সারা দেশের শিক্ষকরা স্কুল-কলেজে উপস্থিত থাকলেও শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না, বরং আঙিনা ও লাউঞ্জে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, গত রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে। এর পরদিন সোমবার (১৩ অক্টোবর) থেকে এমপিওভুক্ত শিক্ষকরা সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন আরও কঠোর করা হবে।