চট্টগ্রাম, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বন্দুকসহ পুলিশের হাতে আটক ১

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ২:৪৮ : অপরাহ্ণ

নুর মোহাম্মদ,কক্সবাজার :
কক্সবাজার জেলার ঈদগাঁওতে এক নলা বন্দুকসহ একজন আটক করেছে পুলিশ।

ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে এসআই বদিউল আলমসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল অভিযান চালিয়ে ‎গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও বাসস্ট্যান্ডস্থ আনু মিয়া পেট্রোল পাম্পের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে এক নলা বন্দুক ও একটি সিএনজি গাড়িসহ জাফর আলম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

সোমবার ১৪ অক্টোবর এ অভিযান পরিচালনা করা হয়। ‎আটক ব্যাক্তি ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র।

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে বলে জানিয়েছেন পুলিশ।

Print Friendly and PDF