চট্টগ্রাম, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

‘হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও’

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫ ২:৫১ : অপরাহ্ণ

‘হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও’—এই পরিচিত ডায়ালগে যিনি ভাইরাল হয়ে উঠেছেন, সেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন সহজ-সরল কথাবার্তা ও জীবনধর্মী কনটেন্টের মাধ্যমে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন। তবে এবার এক ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন তিনি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে রিপন অভিযোগ করেন, টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে তার পরিবারকে হেনস্তা করা হয়েছে।

পোস্টে রিপন মিয়া লিখেন, ‘আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।’

রিপন মিয়া জানান, আজ, সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।

তিনি বলেন, আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।

5

তিনি আরও বলেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন।

পোস্টে সবশেষে তিনি সবাইকে ভালো থাকার প্রার্থনা এবং তার জন্য দোয়া রাখার অনুরোধ করেন।

Print Friendly and PDF