চট্টগ্রাম, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রামুতে ডিএসকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫ ৩:৫০ : অপরাহ্ণ

নুর মোহাম্মদ,কক্সবাজার :
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে বৃক্ষরোপন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার ১২ অক্টোবর পরিবেশ রক্ষায় ডিএসকে, কেএনএইচ ও বিএমজেড প্রকল্পের উদ্যোগে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করার কথা জানান আয়োজনকারী দাতা সংস্থা।

ওই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইউনিয়ন পরিষদের সদস্য আমির হামজা ও নুর মোহাম্মদ।

এছাড়াও প্রকল্পের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজ প্রতিনিধি এবং তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিবেশ রক্ষায় শুধুমাত্র গাছ লাগালেই চলবে না; গাছের যত্ন, পরিবেশবান্ধব প্রজাতি নির্বাচন এবং মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ একটি সামগ্রিক পরিবেশ-সুরক্ষা আন্দোলন, যা বায়ুদূষণ কমাতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।”

বক্তারা পরিবেশগত সংকট, বন উজাড়, মাটির ক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

DSK-KNH-BMZ প্রকল্প স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে এবং এই ধরণের কর্মসূচির মাধ্যমে পরিবেশগত সচেতনতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Print Friendly and PDF