চট্টগ্রাম, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫ ৪:৪২ : অপরাহ্ণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে র‌্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগকালীন অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

মহড়ার নেতৃত্ব দেন বাঁশখালী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুব আলম, উপজেলা সিপিপি কার্যালয়ের অপারেটর মিঠু কুমার দাশ, উপজেলা সিপিপির স্বেচ্ছাসেবক সমন্বয়কারী ও উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়া এবং ইপসার প্রকল্প কর্মকর্তা মাহিনুর আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জনগণকে প্রস্তুত ও সচেতন করতে হলে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সময়োপযোগী পরিকল্পনা ও মহড়ার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।’

Print Friendly and PDF