বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’- এর প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা যায়, প্রতি চারজন নারীর মধ্যে তিনজনের সঙ্গে জীবনে অন্তত একবার স্বামী সহিংস আচরণ করেছেন। ৭৬ শতাংশ নারীকেই জীবনে অন্তত একবার জীবনসঙ্গীর সহিংসতার শিকার হতে হয়েছে। তাদের মধ্যে ৪৯ শতাংশ গত এক বছরে এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে ৬২ শতাংশ তাদের অভিজ্ঞতা কখনো প্রকাশ করেননি।
ফলাফলে আরও দেখা যায়, ১৫ বছর বয়স থেকে সঙ্গী নন এমন ব্যক্তির মাধ্যমে শারীরিক সহিংসতার শিকার হয়েছেন ১৫ শতাংশ নারী। যৌন সহিংসতার শিকার হয়েছেন ২ শতাংশের বেশি। তবে স্বামীর সহিংস আচরণ ২০১৫ সালে ৬৬ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৪৯ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, ২০১৫ সালের চেয়ে প্রায় ১৭ শতাংশ কমে এসেছে।
জরিপে বলা হয়, কম বয়স, যৌতুক প্রথা, স্বামীর মাদকাসক্তি বা বিবাহবহির্ভূত সম্পর্ক এবং শহুরে বস্তিতে বসবাস করা নারীরা স্বামীর মাধ্যমে বেশি সহিংসতার শিকার হন। স্বামীর উচ্চতর শিক্ষা সহিংসতার ঝুঁকি কমায়।