প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫ ১:৫৪ : অপরাহ্ণ
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সদ্য প্রয়াত সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইদ্রিস,সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ (সও.), সাবেক সভাপতি আলহাজ্ব ওসমান গণি চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী হাজী ছালেহ আহমেদ (সও.),সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলীসহ টেরীবাজারের প্রয়াত ব্যবসায়ী নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় ৫ অক্টোবর ২৫ রবিবার, টেরীবাজার হাজী ছালেহ আহমেদ কমপ্লেক্স, টেরীবাজার বিপণি বিতান ও মোহাদ্দেস মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে হাজী ছালেহ আহমেদ কমপ্লেক্সের প্রথম তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব বেলায়েত হোসেন।প্রধান আলোচক হিসেবে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মৌসুমি আবাসিক এলাকা জামে মসজিদের খতিব- হযরত মাওলানা আমানত উল্লাহ বিন ওসমান গণী।বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক অধ্যক্ষ মওলানা ইমরানুল হক সাইয়েদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল,সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।