চট্টগ্রাম, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ , ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ভেজাল দ্রব্য দিয়ে মিষ্টি উৎপাদন, ১ লক্ষ টাকা জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫ ৪:২৪ : অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্হ্যকর পরিবেশ ও ভেজাল দ্রব্য দিয়ে মিষ্টি উৎপাদন করার দায়ে ক্লাসিক্যাল সুইটস নামক এক প্রতিষ্টানকে ১লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এ সময় অভিযোগকারি মামলার প্রসিকিউটর ছিলেন লোহাগাড়া স্বাস্হ্য বিভাগের স্যানিটারী ইন্সপেকটর মোঃ শের আলী।

অভিযানে থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি একই উপজেলা সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড মোহাম্মদ আলী মুন্সি পাড়ার বাসিন্দা আকতার কামাল চৌধুরীর পুত্র আতিক উল্লাহ চৌধুরী।

লোহাগাড়া উপজেলা যুবদল নেতা মুসলিম হোসাইনের দেয়া এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালান উপজেলা প্রশাসন। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, অনুমোদনবিহীন অস্বাস্হ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে প্রতিষ্টানটিকে ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১মাসের জেল ও প্রতিষ্টান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

Print Friendly and PDF