চট্টগ্রাম, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ , ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডুমুরিয়ার শাহপুর সরকারি জায়গা দখল করে দোকানঘর তৈরির অভিযোগ আ’লীগ পরিবারের এক সদস্যের বিরুদ্ধে।

প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫ ২:১৪ : অপরাহ্ণ

শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনাঃডুমুরিয়ার শাহপুর বাজারে এক প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সদস্য কতৃক সরাকারি জায়গা দখল করে রাতের আধারে অবৈধ ভাবে দোকনঘর তৈরি করার অভিযোগ উঠেছে। প্রশাসন এবং স্থানীয়দের অজান্তে সরকারি এলজিইডি খাদ্যগুদামের পাশে ফুলতলা-শাহপুর সড়কের কোল ঘেষে এ দোকানঘরটি তৈরি করা হয়েছে। শাহপুর বাজারের উত্তর পার্শ্বস্থ ফুলতলা-শাহপুর সড়কের পাশে সরকারী খাদ্যগুদাম (গোডাউনের) সামনে সরকারি খাস জমির উপর স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী পরিবার সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদের চাচাতো ভাই গাজী আরশাফুল । সরকারি সম্পত্তি ও রান্তার পাশে অবৈধ স্থপনা গড়ে তোলার কারণে যানবহন ও সাধারণ পথচারিদের যাতায়াতে নানা বিড়ম্বার শিকার হচ্ছে। যে কোন মুহর্তে ব্যাস্থতম সড়কের ওই স্থানে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। সরকারি জায়গা দখল মুক্ত এবং অবৈধ ভাবে গড়ে তোলা ঘরটি উচ্ছেদ পূর্বক অপসারণ করতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যানসহ শাহপুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ। তবে অভিযুক্ত আশরাফুল ইসলাম বলেন,তিনি কবলা দলিল মুলে নামপত্তন এবং হালসন খাজনা পরিশোধ করেছেন। তিনি বৈধ মালিকানা বলে দাবী করেন।

বাজার বণিক সমিতির আহবায়ক এ কে এম জাফর ইকবাল, সদস্য সচিব, মোঃ আতিকুর রহমান,আঃ রাজ্জাক গাজী, গাজী মুজিবার রহমান, গাজী সিরাজ উদ্দীনসহ এলাকাবাসী অবৈধ দখলদার উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন। এবিষয়ে রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা বলেন, সরকারি জায়গা দখল করে দোকানঘর তৈরি করা বেআইনি। সরকারি খাদ্যগুদোমের সামনে সরকারি জায়গা সকলের জন্য উন্মুক্ত থাকা আবশ্যক। ঘটনা প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত সাপেক্ষে সরকারি সম্পত্তি উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly and PDF