চট্টগ্রাম, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ , ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে শহীদ আবরার ফাহাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫ ১০:৫৯ : অপরাহ্ণ

চট্টগ্রাম:আপ বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শহীদ আবরার ফাহাদ (রহ.)-এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা শহীদ আবরার ফাহাদের আদর্শ ও ত্যাগকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে চকলেট বিতরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জনাব হুজ্জাতুল্লাহ আবীর, সদস্য সচিব মাহি চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, ডা. মাবরুর, ইয়াসির আরফাত, এডভোকেট দিলরুবা বেগম মালা, যুগ্ম সদস্য সচিব রবিউল হোসেন, আল নাফিজ রহমান, আব্দুল্লাহ আল মানুন, কোহিনূর আক্তার এবং মহানগর কমিটির সদস্য মারুফ ও ফাহাদ আল নিশান সহ মহানগরের আরও অনেক নেতৃবৃন্দ।

Print Friendly and PDF