প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫ ১০:৪০ : অপরাহ্ণ
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “দক্ষ তরুণ্য গঠন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “শুধু নির্বাচনে জয়লাভ নয়, বরং পিছিয়ে পড়া মানুষের জীবনের উন্নয়নই প্রকৃত বিজয়। জনগণের কল্যাণই জামায়াতের রাজনীতির কেন্দ্রবিন্দু।”
৭ অক্টোবর সন্ধ্যায় পশ্চিম খুলশীর শুলকবহরস্থ আব্দুল হামিদ রোডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় মির্জাপুল ইউনিট জামায়াতের সভাপতি জামাল উদ্দীন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী এবং ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।
ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী তার বক্তব্যে বলেন, “ক্ষমতা লাভের জন্য কারও কাছে মাথা নত করা হবে না। যারা মর্যাদা বিক্রি করে ক্ষমতা অর্জনের স্বপ্ন দেখে, জনগণ তাদের গণতান্ত্রিক ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।”
শুলকবহর ওয়ার্ড ২ নির্বাচনী জোন প্রধান গিয়াস উদ্দীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতালগঞ্জ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, স্থানীয় কমিউনিটি নেতা আব্দুল হামিদ, এনামুল হক, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, আমীর হোসেন ও ডা. আবুল কালাম।
স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, “স্বচ্ছ নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণদের শিক্ষায় সুযোগ সৃষ্টি ও বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের অগ্রাধিকারের ক্ষেত্র।”
তারা আরও যোগ করেন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই হবে উন্নয়নের ভিত্তি। উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক তরুণ ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী প্রচারণায় প্রাণচাঞ্চল্য যোগ করেছে।