প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫ ২:১০ : অপরাহ্ণ
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনাঃডুমুরিয়ার কুলবাড়িয়া পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে চারা বিতরণ করা হযেছে। গতকাল সোমবার বিকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িযা পল্লী উন্নয়ন সংঘ চত্বরে এ চারা বিতরণ করা হয়। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রদানের হাতে চারা তুলে দেয়া হয।
বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের মধ্যে রয়েছে, আম, জাম, কুল, পেয়ারা, কদবেল, বকুল, মেহগনি চারা। এসময় উপস্থিত ছিলেন, পলী উন্নয়ন সংঘের সভাপতি শেখ সাহাদ আলি,সাধারণ সম্পাদক আবু সাঈদ সরদার, সংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, নুর মোহাম্মদ মোড়ল,আবুল হোসেন,আব্দুস সাত্তার মোড়ল,মফিজুর রহমান,শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, জিন্নাত আলি, সেলিম হোসেন, আতিয়ার রহমান, আব্দুল হান্নান, আঃ ছালাম প্রমুখ।