চট্টগ্রাম, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ , ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হেলাল আকবর বাবর এর একান্ত সহযোগী শিবু প্রসাদ চৌধুরী গ্রেফতার।

প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫ ১:৫২ : অপরাহ্ণ

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং হেলাল আকবর বাবর এর একান্ত সহযোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা সহ ০৫ মামলার এজাহার নামীয় আসামী শিবু প্রসাদ চৌধুরী (৪৯) গ্রেফতার।

মাননীয় পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, সহকারী পুলিশ কমিশনার, (এসি) কোতোয়ালী জোন, সিএমপি, চট্টগ্রাম মহোদয়দের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে কোতোয়ালী থানার একটি আভিযানিক টিম ০৪/১০/২০২৫ইং তারিখে মধ্যরাতে অভিযান পরিচালনা করিয়া নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য পলাতক আসামী শিবু প্রসাদ চৌধুরী (৪৯), পিতা-মৃত মানিক লাল চৌধুরী @ মানিক পাল, মাতা-জোসনা বালা চৌধুরী, সাং-১০১, কেদার নাথ তেওয়ারী কলোনী, দূর্গা মন্দিরের পাশে, মানিক লাল চৌধুরীর বাড়ী, গোয়ালপাড়া, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

আসামী শিবু প্রসাদ চৌধুরী (৪৯) কোতোয়ালী থানার মামলা নং-০৩, তারিখ-০৪/১১/২০২৪খ্রি. ধারা: ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/ ৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ এবং কোতোয়ালী থানার মামলা নং-০২ তারখি-০১/১০/২০২৪ ইং, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৩৪ পনোল কোড ১৮৬০ মামলায় গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী গত জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কোতোয়ালী থানাধীন নিউমার্কেট ও আশপাশ এলাকায় রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতিসাধণের লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হইয়া হাতে অবৈধ আগ্নেয়ান্ত্র, লাঠিসোটা, ইট-পাটকেল ইত্যাদি নিয়া সজ্জিত হইয়া সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে উক্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। বর্ণিত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালী থানায় হত্যা মামলা সহ ৫/৬ টি মামলা আছে এবং মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে। আসামীর বিরুদ্ধে মামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
শিবু প্রসাদ চৌধুরী (৪৯), পিতা-মৃত মানিক লাল চৌধুরী @ মানিক পাল, মাতা-জোসনা বালা চৌধুরী, সাং-১০১, কেদার নাথ তেওয়ারী কলোনী, দূর্গা মন্দিরের পাশে, মানিক লাল চৌধুরীর বাড়ী, গোয়ালপাড়া, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।

Print Friendly and PDF