চট্টগ্রাম, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণে সংস্কার, বিচার ও সঠিক নির্বাচন সমান গুরুত্বপূর্ণ:মুহাম্মদ শাহজাহান

প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৮ : অপরাহ্ণ

আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে আজ সকাল ৯টায় ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহা বলেছেন, বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণে তিনটি বিষয় সমান মাত্রায় গুরুত্বপূর্ণ—সংস্কার, সুষ্ঠু বিচার এবং একটি সঠিক ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সচেতন, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

আকবরশাহ থানায় জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,

জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়।শুধুমাত্র ক্ষমতার পালাবদল চায়না সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়। জনগণের রায়ে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে, জামায়াতে ইসলামী জনগনের সেই আশা আকাংখার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবেনা। তিনি বলেন, কেউ কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করে জামায়াত নাকি নির্বাচন পিছাতে চায়। আমরা দৃঢ়ভাবে বলতে চাই জামায়াত সবার আগেই তিনশত আসনে প্রার্থী ঘোষণা করে কাজ শুরু করে দিয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে দৃশ্যমান কোনো নির্বাচনী কার্যক্রম চোখে পড়েনা। যারা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, প্রয়োজনীয় সংস্কারে বাধাগ্রস্ত করছে এবং পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধীতা করছে নিজেদের ভরাডুবি জেনে তারাই মুলত ফেব্রুয়ারীর নির্বাচনকে পিছিয়ে দিতে চায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডাঃ শাহাদাত হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউসুফ চৌধুরী।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ

Print Friendly and PDF