শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামী মঙ্গলবারের মধ্যে দেওয়া হতে পারে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে বেতন-ভাতার হিসেব আইবাসে পাঠানো হয়েছে। আইবাস থেকে আজ রোববার হিসাবরক্ষণ অফিসে পাঠানো হবে। বেলা ১১টার মধ্যে আইবাসে পাঠানো হলে আজই ব্যাংকে টাকা জমা হবে। তবে দুপুরের পরে আইবাসে পাঠানো হলে আগামীকাল সোমবার টাকা ব্যাংকে জমা হবে। আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন-ভাতা পাবেন।’
গত ২৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।