চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের আগস্টের বেতন নিয়ে যা জানালো মাউশি

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৫ : অপরাহ্ণ

পৌনে চার লাখ  শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামী মঙ্গলবারের মধ্যে দেওয়া হতে পারে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে বেতন-ভাতার হিসেব আইবাসে পাঠানো হয়েছে। আইবাস থেকে আজ রোববার হিসাবরক্ষণ অফিসে পাঠানো হবে। বেলা ১১টার মধ্যে আইবাসে পাঠানো হলে আজই ব্যাংকে টাকা জমা হবে। তবে দুপুরের পরে আইবাসে পাঠানো হলে আগামীকাল সোমবার টাকা ব্যাংকে জমা হবে। আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন-ভাতা পাবেন।’

গত ২৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাউশি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের  শুরুতেই শিক্ষক-কর্মচারীদেএ বেতন-ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে, যার ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।

Print Friendly and PDF