চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ ডাকসু নির্বাচন চাই: আবিদুল ইসলাম

প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫২ : অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ছাত্রদল মনোনিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা কমিশনকে আহ্বান জানিয়েছি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের পুরো আলোচনা ছিল, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে; সেটা যেন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়—আমরা নির্বাচন কমিশনের কাছে এই আলোচনা তুলে ধরেছিলাম।

এদিকে প্রচারণার নবম দিনে প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস। সকাল থেকেই বিভিন্ন প্রতিশ্রুতি ও ইসতেহার নিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করছেন তারা।

Print Friendly and PDF