প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৫ : অপরাহ্ণ
ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যেসব বিদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাদের কঠোরভাবে নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে দেশটির সরকার। সম্প্রতি এক বিবৃতিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মন্ত্রণালয় থেকে লিখিত বার্তা পাঠানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, যদি তাদের যুক্তরাজ্যে বসবাসের বৈধতা না থাকে, তাহলে যেকোনো মুহূর্তে তাদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হবে।
লিখিত বার্তায় আরও বলা হয়, যদি ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে এবং আশ্রয়ের আবেদনও ত্রুটিপূর্ণ হয়, তাহলে তা অবিলম্বে বাতিল করা হবে এবং কোনো প্রকার সহায়তা দেওয়া হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, যারা স্বেচ্ছায় চলে যাবেন না, তাদের জোর করে ফেরত পাঠানো হবে।
যুক্তরাজ্যের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন শিক্ষার্থী নেতারা। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক জো গ্র্যাডি দ্য গার্ডিয়ানকে বলেন, এই পদক্ষেপ বিদেশি শিক্ষার্থীদের ওপর একটি সরাসরি আঘাত। তিনি মনে করেন, যেসব শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের স্বাগত জানানো উচিত।
সূত্র: দ্য গার্ডিয়ান