চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছর যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই আজ ধাক্কা দেয়: রুমিন

প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৫ ৪:৫১ : অপরাহ্ণ

রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে দাবি-আপত্তির শুনানিতে অংশ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। আমার বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করবো, তাই করেছি। আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন তিনি গুন্ডা-পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না। কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা-পান্ডা সদলবল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন- এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে উনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে।

২০০৮ সালের নির্বাচনের আগের নির্বাচনী সীমানায় ফিরে যাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা। তিনি বলেন, আমরা সবসময় বলেছি ২০০৮ সালের আগের সীমানায় ফিরতে চাই। আমিও মনে করি, ২০০৮ এর আগে যে সীমানা ছিল, সেখানেই আমাদের এখন ফিরে যাওয়া উচিত।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে একটি ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, যারা নিজস্ব ভোট কারচুপির সুবিধার জন্য সীমানা পুনর্নির্ধারণ করেছে। সেই পরিবর্তিত সীমানা বিএনপি মানে না বলেও স্পষ্ট করেন তিনি। বলেন, সেজন্য আমরা বলেছি, ২০০৮ এর আগে যে সীমানা ছিল, বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক।

ঘটনার এক পর্যায়ে একটি অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করবো।

Print Friendly and PDF