চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫ ৪:৩৭ : অপরাহ্ণ

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা আরও বলেন, তবে যেকোনো পরিস্থিতিতে যেকোনো সিদ্ধান্ত নিতে হয়। তাই ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এটা ডিএমপির এখতিয়ার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

Print Friendly and PDF