চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েকে না পেয়ে পোড়া ব্যাগ নিয়েই ফিরে গেলেন মা

প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫ ২:৫৭ : অপরাহ্ণ

নিখোঁজ মেয়ে মরিয়ম উম্মে আফিয়ার সন্ধানে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আসেন তার মা তামিমা উম্মে, মামা ও স্বজনরা।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে হতভাগী এই মাকে স্কুলের ভেতরে যেতে দেখা যায়। যদিও মাইলস্টোন স্কুল অ্যাড কলেজের ফটকে তালা। শিক্ষার্থী-অভিভাবকদের ক্যাম্পাসে ঢুকতে মানা। কিন্তু সন্তানহারা মা কী আর মানে সেই বাধা। তার হাউমাউ করে কান্না ও বিলাপে স্কুলের ফটক খুলে দেয় কর্তৃপক্ষ।

পরক্ষণে ছুটে যান বিমান বিধ্বস্ত হওয়া ভবনটির সামনে। শেষ পর্যন্ত সন্তান মরিয়ম উম্মে আফিয়ার খোঁজ পেলেন না। পরে মেয়ের পোড়া ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে বের হোন মা তামিমা উম্মে।

মরিয়ম উম্মে স্কুলটির তৃতীয় শ্রেণির আকাশ শাখায় পড়তো। গত সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। তার খোঁজেই আজ দুপুর ১২টার দিকে স্কুল প্রাঙ্গণে যান মরিয়মের মা, মামা ও স্বজনরা। এর মধ্যে স্বজনদের একজনের হাতে পোড়া ব্যাগ ছিল।

মরিয়ম উম্মে আফিয়ার মামা সাব্বির উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, তাদের বাসা চন্ডালভোগ এলাকায়। কথা বলার মতো অবস্থা তাদের নেই। তার বোন খুবই অসুস্থ। সবাই উনার জন্য দোয়া করবেন।

এর আগে বেলা ১১টার দিকে স্কুলের ফটকে এসে কথা বলেন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা এস কে সোলায়মান। সাংবাদিকদের তিনি বলেন, পরিচয়পত্র দেখালে ও নিখোঁজ স্বজনের খোঁজ করলে তাদের ভেতরে যেতে দেওয়া হবে। স্কুলের ৫ নম্বর ভবনের নিচতলায় হেল্প ডেস্ক খোলা হয়েছে।

তিনি আরও বলেন, সেখান থেকে তাদের তথ্য দেওয়া হবে। সেখানে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রয়েছে।

Print Friendly and PDF