চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সাউদার্ন ইউনিভার্সিটির শোক

প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫ ৩:২৯ : অপরাহ্ণ

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় সাউদার্ন ইউনিভার্সিটি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত।

এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ,  উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পাইলটসহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দগ্ধ আহত শিক্ষার্থীদের  সুস্থতা কামনা করেন।

Print Friendly and PDF