প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫ ৩:০৬ : অপরাহ্ণ
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান আছড়ে পড়ার পাঁচ দিন হলেও এখনো বাতাসে ভেসে আসে কোমলমতি শিশুদের চিৎকার।
ক্যাম্পস ঘুরে দেখা যায়, সবুজে ঘেরা ক্যাম্পসের চারদিকে যেন হাহাকার! মনে পড়ে, পোড়া শরীর নিয়ে হেটে বেড়ানো শিশুগুলোর আর্তনাদ। নির্মম ইতিহাস দেখতে এখনো বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাসের প্রধান গেটে এসে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। সবার মাঝে নীরব কান্না। খুব বেশি দরকার না হলে বন্ধই থাকছে প্রধান গেট।
এদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আংশিকভাবে আগামী রোববার থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে।
এদিকে আজ শুক্রবার ১০ বছর বয়সী আইমানের মৃত্যুর খবর জানিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দুজন শিক্ষক, দুজন অভিভাবক রয়েছেন।