চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পৌরসভায় ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় পানিবন্দি পরিবারের মাঝে বিতরণ!

প্রকাশ: ৯ জুলাই, ২০২৫ ৯:৫১ : অপরাহ্ণ

আলমগীর আকাশ.টেকনাফ, কক্সবাজার:

টেকনাফে পানিবন্দী পরিবারের মধ্যে ছাত্র প্রতিনিধিরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। পৌরসভার অর্থায়ন ও ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়, যেখানে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।

এই ত্রাণ কার্যক্রমে ছাত্র প্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয়।
এই ত্রাণ বিতরণের মাধ্যমে পানিবন্দী মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে এবং ছাত্র সমাজের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

ছাত্র প্রতিনিধি রোবায়েত হোসাইন বলেন,এই সংকটময় পরিস্থিতি ও দুরবস্থা নিরসনে সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও বিভিন্ন এনজিও এবং সংগঠন সমূহ পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করি। মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জেলা তথা কক্সবাজারের টেকনাফ উপজেলার অনেক গ্রামে ভারী বৃষ্টির কারণে পানিবন্দি হাজারো পরিবার। ফলে বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্হা এবং কয়ক্ষতি হয়েছে ফসল ও ফসলি জমি, মুরগির খামার, গরুর খামার। অভাবে পড়েছে হতদরিদ্র অনেক পরিবার। লক্ষ্যমাত্রা কমে গেছে কৃষি উৎপাদনের।

Print Friendly and PDF