চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

১০ হাজার টাকা করে পাবেন শিক্ষার্থীরা, যেভাবে মিলবে এই টাকা

প্রকাশ: ২৮ জুন, ২০২৫ ১২:৩৪ : অপরাহ্ণ

অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

অনুদান পাওয়াদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৯ হাজার টাকা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪ হাজার ৪৭ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮ হাজার টাকা  করে দেওয়া হবে।

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে’র মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

বিশেষ অনুদান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা দেখতে নিচে ক্লিক করুন-

Print Friendly and PDF