চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

প্রকাশ: ২৮ জুন, ২০২৫ ৪:১২ : অপরাহ্ণ

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, বৃটিশদের কেরানি বানানো শিক্ষা থেকে বের হতে পারেনি বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) রাজধানীর একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে একথা জানান তিনি।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে নতুন কিছুতে মনোযোগ দেয়া দরকার। ইউনিসেফের সহযোগিতায় স্কিলফো প্রজেক্টটির সুফল সারাদেশে ছড়িয়ে দিতে হবে। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন এর আর্থিক ও ইউনিসেফ এর কারিগরি সহযোগিতায় এই প্রজেক্টটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শুরু হয়। যা এ মাসেই শেষ হচ্ছে বলেও জানান তিনি।

Print Friendly and PDF