চট্টগ্রাম, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছে চট্টগ্রাম মহানগরী জামায়াত

প্রকাশ: ২৬ জুন, ২০২৫ ১:১৩ : অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আজ গণমাধ্যমের উদ্দেশ্যে এক যৌথ বিবৃতিতে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের আগামীর জীবন গড়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এইচএসসি পরিক্ষার্থীগণ কাঙ্ক্ষিত মান লাভে সফল হোক এ দোয়া আমরা করছি। তারা যেন ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করে সে প্রত্যাশা রাখছি। চলতি বছরের এইচএসসি ও সমমানের সংক্ষিপ্ত পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে। সারাদেশে একযোগে সকল শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা শুরু হবে।

নেতৃবৃন্দ বলেন, দেশে আবারও করোনা এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজ নিজ নিরাপদ জায়গায় অবস্থান করতে হবে। অভিভাবক ও পরীক্ষার্থীদের এটাও মনে রাখতে হবে যে কেবল দুনিয়ার কোন ফলাফল বা রেজাল্টই সব নয়। জীবনে এ ফলাফলের বাইরেও অনেক কিছুই আছে। পরম করুণাময় সৃষ্টিকর্তা সব সময় যোগ্য, মেধাবী ও সৎ মানুষের ভালো গুণ গুলোর সঠিক প্রতিফল দিবেন এটাই চিরন্তন সত্য।

পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে নেতৃদ্বয় বলেন, জীবনে তোমরা কখনো নিরাশ হয়ো না। নিয়ত রাখো, তোমরা পরীক্ষা শেষে তোমাদের অবসর সময়টি দ্বীন শেখার জন্য বরাদ্দ করবে। কারণ তোমার এ প্রস্তুতিটি আখেরাতের মহান পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য সহায়ক হবে। এ সময় দেওয়ার দ্বারা তোমার জীবনের উন্নতির সোপান রচিত হবে। এ দ্বীন তোমাকে নাজাতের রাস্তা দেখাবে এবং আখেরাতে জান্নাতুল ফিরদাউস নসীবে সহায়ক হবে। এ দেশের আলেমগণ তথা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শিক্ষার্থীদের খুব ভালোবাসেন। আল্লাহ তা’আলা প্রত্যেক পরীক্ষার্থীকে উত্তম বদলা দান করুন। আমীন।

Print Friendly and PDF